
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাজিতপুর নামক সংগঠনের কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ) বেলা ১১ টায় বেগম রহিমা বালিকা উচ্ছ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে একশত দরিদ্র ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বেগম রহিমা বালিকা উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, যে বয়সে তরুণরা মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে সে বয়সে তারা সামাজিক কর্মকান্ডে জড়িত হচ্ছে। এটা সমাজের জন্য অবশই ভাল দিক।
উক্ত সংগঠনের আহ্বায়ক শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের দাতাবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিকালে স্থানীয় চারটি মাদ্রাসায় সংগঠনের পক্ষ থেকে কম্বল, কার্পেট ও তোষক বিতরণ করা হয়।