
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন প্রাক্তন সভাপতি, তিনবারের সাবেক পৌর চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব মিজবাহ উদ্দিন আহম্মদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৮ বছর।
আজ রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা অনুমান ৭টা ২৫মিনিটে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড়পুত্র মো. সারওয়ার আলম বাজিতপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বাজিতপুর ডাক বাংলোর মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তাঁকে দড়িঘাগটিয়া মীরের বন গ্রামের সামাজিক কবরস্তানে দাফন করা হবে।